উত্তরদিনাজপুর

শহরকে পতঙ্গ বাহিত রোগ থেকে রোগমুক্ত করতে অভিনব উদ্যোগ কালিয়াগঞ্জ পুরসভার

পতঙ্গ বাহিত রোগ থেকে শহরকে রোগমুক্ত করতে অভিনব উদ্যোগ গ্রহন করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা।  ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ বিভিন্ন পতঙ্গ বাহিত রোগ থেকে শহরকে পরিস্কার ও  পরিচ্ছন্ন রাখতে এই অভিনব উদ্যোগ গ্রহন করলো কালিয়াগঞ্জ পুরসভা।  ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ বিভিন্ন পতঙ্গ বাহিত রোগে জাতে শহরের নাগরীক আক্রান্ত হয়ে অসুস্থ্য  হয়ে না  পড়ে সেই কারনে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুর ভবনে পুর স্বেচ্ছা সেবীদের নিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ পতঙ্গ বাহিত রোগ নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সূচনা করেন পুর প্রধান কার্তিক পাল । পুর এলাকার বাসিন্দাদের কাছে গিয়ে কিংবা বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ বিভিন্ন পতঙ্গ বাহিত রোগ কিভাবে সৃষ্টি হয় এবং বাড়ির লোকেরা সহ পুর নাগরিকেরা সচেতন থাকলে  সহজেই তার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে কত সহজে তা আলোচনা করা হয় এদিনের কর্মশালায়। কালিয়াগঞ্জ পুরসভা ১৭টি ওয়ার্ড বিশিষ্ট হওয়ায় প্রথম পর্বের কর্মশালায় মোট ৭২ জন স্বেচ্ছা সেবী অংশ গ্রহণ করে। এদিন পুর সভার দায়িত্বে থাকা দুই স্বাস্থ্য কর্মী তাদের প্রশিক্ষন দেন। এই প্রশিক্ষন চলবে আগামী অক্টোবর মাস পর্যন্ত।

এদিন পুর প্রধান কার্তিক পাল জানান কালিয়াগঞ্জ পুরসভা ছোট পুরসভা হলেও যেভাবে রাজ্য সরকারের সহযোগিতায় পুরসভার অন্তর্গত এলাকা গুলিকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতে পুর এলাকার সাধারন মানুষদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ বিভিন্ন পতঙ্গ বাহিত রোগ থেকে দুরে রাখতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীদিনে যেমন শহর সুন্দর হয়ে উঠবে তার পাশাপাশি  বিভিন্ন পতঙ্গবাহিত রোগ থেকে মুক্তি পাবে।